282
আগরতলা : ৪২ তম জাতীয় যোগা প্রতিযোগিতা এবছর হয়েছিল পশ্চিমবাংলার দুর্গাপুরে। এবছর আসরে অংশ নিয়েছিল রাজ্য যোগা টিম। চ্যাম্পিয়ন নাহলেও রানার্সআপের শিরোপা দখল করতে পেরেছে। ১২৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় পশ্চিম বাংলা। আর ১০৪ পয়েন্ট পেয়ে রানার্স হয় ত্রিপুরা দল। এতে খুশি ত্রিপুরা যোগা এসোসিয়েশন। রাজ্য দলের এই সাফল্যের জন্য সংবর্ধনা দেওয়া হয়।শুক্রবার রাজধানীর এনএসআরসিসি যোগা হলে হয় অনুষ্ঠান ত্রিপুরা যোগা এসোসিয়েশনের উদ্যোগে। রাজ্যদলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, এিপুরা যোগা অ্যাসোসিয়েশনের সভাপতি রুপক সাহা, সচিব দিব্যেন্দু দত্ত সহ সংস্থার কর্মকর্তারা।