আগরতলা : রাজধানীর বনেদী স্কুল নেতাজী স্কুলের মাঠকে ব্যবহার করে পার্কিং জোন করা হবে না। এটা প্রস্তাব ছিল। কিন্তু এলাকার লোকজন ও এই প্রতিষ্ঠানের তরফে যেহেতু আপত্তি রয়েছে তাই সেটা করা হবে না। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি জানান, এটা বৈঠকে কেবল মাত্র একটা প্রস্তাব ছিল। কিন্তু কোথাও সিদ্ধান্ত হয়নি।স্বাভাবিকভাবেই এটা হবে না। আগরতলা শহরের যানজট মুক্ত করতে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠের নিচে পার্কিং জোন করা হবে। এমন খবর চাউর হতেই প্রতিবাদের ঝড় উঠে। বিদ্যালয়ের প্রাক্তন-বর্তমান পড়ুয়ারা এর প্রতিবাদ জানান। তারা জানিয়ে দেন কিছুতেই পার্কিং জোন করা হবে না। হচ্ছে শুক্রবার এ বিষয়ে স্পষ্টিকরণ দেন মেয়র দীপক মজুমদার। তিনি সাফ জানিয়ে দিলেন নেতাজির স্কুলের সামনের মাটি পার্কিং করার বিষয় নিয়ে আলোচনা হয়েছিল কিন্তু পার্কিং করা হবে নিয়ে কোন আলোচনা করা হয়নি। নেতাজি স্কুলসহ এলাকাবাসীর সাথে কথাবার্তা হয়েছে তারা রাজি না তাই পার্কিং হচ্ছে না। তবে তিনি জানান, শহরকে সুন্দর ভাবে গড়ে তুলতে পার্কিং ব্যবস্থা অন্যত্র করা হবে। বিভিন্ন জায়গার প্রস্তাব রয়েছে।
নেতাজী স্কুলের মাঠের নিচে পার্কিং জোন করা হবে না- মেয়র
149
previous post