গোয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীদাম পালের শতরানের সুবাদে ২৬১ রান সংগ্রহ করল ত্রিপুরা

আগরতলা : গোয়ার বিরুদ্ধে খেলতে নেমে চার উইকেট হারিয়ে ২৬১ রান সংগ্রহ করল স্বাগতিক ত্রিপুরা ।শুক্রবার রাজধানীর এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরার বিরুদ্ধে খেলতে নামে গোয়া। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উদ্যোগে ২০২৩_২০২৪ মরশুমে এদিন ছিল রঞ্জি ট্রফির ত্রিপুরার প্রথম ম্যাচ। গোয়ার বিরুদ্ধে খেলতে নেমে চার উইকেট হারিয়ে ২৬১ রান সংগ্রহ করে ত্রিপুরা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন শ্রীদাম পাল। ১৫ টি চার ও একটি ছয়ের সাহায্যে ১১২ রান সংগ্রহ করে শ্রীদাম। এদিকে গোয়া রয় দুটি উইকেট সংগ্রহ করে গার্গ ।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী