গাভী প্রদর্শনী ও প্রতিযোগিতা ঘিরে প্রাণী পালকদের মধ্যে সাড়া

আগরতলা : প্রাণী পালকদের উৎসাহিত করার জন্য বাছুর ও দুগ্ধবতী গাভী প্রদর্শনী ও প্রতিযোগিতা।শনিবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও রাজ্য পশুচিকিৎসা হাসপাতাল কাম পলিক্লিনিক এর উদ্যোগে হয় এই প্রদর্শনী ও প্রতিযোগিতা।তিন বিভাগে হয় প্রতিযোগিতা। দুগ্ধবতী গাভী ছাড়াও ৬ থেকে ১২ মাস বয়সী ও ১৩ থেকে ২৮ মাস বয়সী বাছুর ছিল।

রাজধানীর চন্দ্রপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা, পশ্চিম জেলার যুগ্ম অধিকর্তা, উপ-অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। এদিন টিকাকরণেরও ব্যবস্থা করা হয়। প্রদর্শনী ও প্রতিযোগিতায় প্রায় ৪০ টির মতো গাভী নিয়ে আসেন পারনি পালকরা। এক আধিকারিক জানান আরও একটি এ ধরণের প্রদর্শনী করা হবে সীমান্ত এলাকায়। তিনি জানান বেশি করে প্রাণী পালকরা অংশ গ্রহণ করে সেই প্রচেষ্টা থাকে।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল