আগরতলা : লুন্টিত অধিকার গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই তীব্র করো, সাম্প্রদায়িকতা মৌলবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে সম্প্রীতির দুর্গ গড়ো। এই আহ্বানে শুরু হল ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচ বি রোড-র রাজ্য সম্মেলন। শনিবার ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন শুরু হয় আগরতলা টাউন হলে। সারা রাজ্যের প্রতিটি মহকুমা থেকে বাম কর্মচারী প্রতিনিধি সম্মেলনে যোগ দেন। দুইদিন ব্যাপী চলবে এই সম্মেলন। প্রথম দিন সকালে আগরতলা টাউন হল প্রাঙ্গণে হয় প্রকাশ্য সমাবেশ। পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল্যাদান করেন নেতৃত্ব। এদিকে সমাবেশে উপস্থিত ছিলেন সর্বভারতীয় রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক এ শ্রী কুমার, সহ-সম্পাদক বিশ্বজিত গুপ্ত চৌধুরী, ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক স্বপন বল, চেয়ারম্যান মহুয়া রায় সহ অন্যরা।প্রকাশ্য সমাবেশে আলোচনা করতে গিয়ে সর্বভারতীয় নেতৃত্ব এদিন বিভিন্ন ইস্যুতে বিজেপি সরকারের সমালোচনা করেন, নেতৃত্ব অভিযোগ করেন, সরকারি দপ্তরে নিয়মিত চাকরিতে নিয়োগ। চুক্তিবদ্ধ, আউট সোর্সিং প্রথা, দৈনিক হাজিরার কাজ দেওয়া হচ্ছে।এদিকে এদিন প্রকাশ্য সমাবেশের পরে টাউন হলে সম্মেলনের কাজ শুরু হয়। দুই দিনের সম্মেলন থেকে আগামী কর্মসূচী ও আন্দোলন সূচীর রূপরেখা ঠিক হবে।