শকুন্তলা রোডে লোকজনের মধ্যে পিঠে বিলি করলেন মেয়র

আগরতলা : পুরনো সংস্কৃতি তুলে ধরে বর্তমান প্রজন্মকে জানানো এবং পিঠে-পুলি উৎসবকে আরও আকর্ষণীয় করে তোলা-ই লক্ষ্য। সোমবার মকর সংক্রান্তির দিনে রাজধানীতে পিঠেপুলি পথচলতি লোকজন ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পৌষ সংক্রান্তি বাঙালিদের বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটি অন্যতম উৎসব। এবছর এদিনে লোকজনের মধ্যে পিঠেপুলি বিলি করা হয় ভারতীয় জনতা পার্টি টাউন বড়দোয়ালি মণ্ডল ও পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্তের উদ্যোগে। এদিন শকুন্তলা রোডে পথচলতি লোকজন ও ব্যবসায়ীদের মধ্যে রকমারি পিঠেপুলি তুলে দেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, কর্পোরেটর রত্না দত্ত সহ বিজেপি স্থানীয় কার্যকর্তারা।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র