মহিলা লিগ ফুটবলে বিশাল ব্যবধানে প্রথম ম্যাচেই জয় পেল কিল্লা মর্নিং ক্লাব

আগরতলা : মহিলা লিগ ফুটবলে বিশাল ব্যবধানে প্রথম ম্যাচেই জয় পেল কিল্লা মর্নিং ক্লাব। শনিবার ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতায় এডিনগর পুলিশ মাঠে মুখোমুখি হয় কিল্লা মর্নিং ক্লাব ও ইকফাই এফ সি৷ ম্যাচে ইকফাই এফ.সিকে ১০-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে জয় দিয়ে লিগ শুরু করলো কিল্লা মর্নিং ক্লাব। ম্যাচে কিল্লা মর্নিং ক্লাবের হয়ে হ্যাটট্রিক করে দ্রুপতি দেববর্মা। এছাড়াও কিল্লা মর্নিং ক্লাবের হয়ে জোড়া গোল করে থাইবাইলি জমাতিয়া ও কাজলতি রিয়াং। পাশাপাশি দলের হয়ে ১ টি করে গোল করে লক্সমিতা রিয়াং,পঞ্চমী দেববর্মা ও উমা জমাতিয়া।

Related posts

সুপার ডিভিশন চ্যাম্পিয়নের খেতাব অর্জন করলেন ব্লাড মাউথ রানার্স সংহতি ক্লাব

১৪ তম ফেডারেশন কাপে স্বর্ণপদক রাজ্যের মেয়ে রীতা নাগের

ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে উদ্বোধন হল অস্মিতা সিটি লীগের