ফের নিয়োগের দাবিতে ডেপুটেশন এম পি ডব্লিউ-দের

আগরতলা : প্রায় ৭ বছর ধরে নেই নিয়োগ। ফলে পাস করে বসে থাকা এমপিডব্লিউ ও এএনএম বেকাররা হতাশ। ফের নিয়োগের দাবিতে স্বাস্থ্য দপ্তরে চাকরি প্রত্যাশীরা। স্বাস্থ্য কেন্দ্র গুলিতে পড়ে আছে শুন্যপদ।

অভিযোগ কয়েক বছর ধরে নিয়োগ করা হচ্ছে না এম পি ডব্লিউ। ফলে বাড়ছে বেকারের সংখ্যা। এই অবস্থায় নিয়োগের দাবিতে অল ত্রিপুরা আনএমপ্লয়েড এম পি ডব্লিউ, এ এন এম বেকারদেড় সংগঠন আন্দোলন চালিয়ে আসছেন। তারা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে বার কয়েক সাক্ষাৎ করেছেন। দেখা করেছেন স্বাস্থ্য সচিবের সঙ্গেও। অভিযোগ শুধু মিলেছে প্রতিশ্রুতি।কিন্তু আজো নিয়োগ করা হয়নি। অবশেষে এক প্রকার হতাশ বেকার যুবক- যুবতীরা ফের বুধবার নিয়োগের দাবিতে দেখা করেন স্বাস্থ্য পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তার সঙ্গে। ডেপুটেশন শেষে চাকরি প্রত্যাশীরা জানান অধিকর্তা আশ্বাস দিয়েছেন শীঘ্রই ভালো সংখ্যক নিয়োগ করা হবে।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের