সখী চরণ বিদ্যালয়ের ২৮ জন পড়ুয়াকে স্কুল ড্রেস দিল ছাত্র বন্ধু ক্লাব

আগরতলা : দুঃস্থ ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল পোশাক বিতরণ করল ছাত্র বন্ধু ক্লাব। আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে রয়েছে সখী চরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠানে গরিব অংশের ছেলে- মেয়েরা শিক্ষা গ্রহণ করতে আসেন। অনেকে অর্থের অভাবে ঠিক মতো লেখাপড়া চালাতে পারেন না। কিন্তু তাদের লেখাপড়া যাতে বন্ধ না হয় সাহায্যের হাত বাড়িয়ে দেয় নেতাজী রোডের ছাত্র বন্ধু ক্লাব। বিভিন্ন ভাবে বিদ্যালয়টিকে সাহায্য করে থাকে ছাত্র বন্ধু ক্লাব। শনিবার ক্লাবের পক্ষ থেকে সখী চরণ বিদ্যালয়ের ২৮ জন ছাত্র- ছাত্রীকে স্কুল ড্রেস দেওয়া হয়। এদিন বিদ্যালয়েই হয় অনুষ্ঠান। স্কুল ড্রেস পেয়ে খুশি পড়ুয়ারা। উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক তপন সাহা, প্রাক্তন শিক্ষক সুধীর চন্দ্র মজুমদার সহ অন্যরা। ছাত্র বন্ধু ক্লাবের এ ধরণের প্রয়াস যে জারি থাকবে তা জানিয়ে দেন ক্লাব সম্পাদক।

Related posts

Govt provides 16,942 jobs since 2018: CM

মন কি বাত এর মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিপিআই-র বিক্ষোভ কর্মসূচী