মারণ ড্রাগসের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে উদ্যোগ

IMG 20230708 133839

আগরতলা : মারণ ড্রাগসের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে সংস্থার প্রথম বৈঠক হয় শনিবার। প্রায় ৬ বছর আগে বড়জলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডাঃ দিলিপ দাস সহ কয়েকজন মিলে গড়ে তুলেন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জী ফাউন্ডেশন। এতদিন এই সংস্থার কোন কাজ কর্ম হয়নি। সময় দিতে পারেননি ডাঃ দিলিপ দাস। শনিবার এই সংস্থার প্রথম বৈঠক হয় গোয়ালাবস্তী এলাকার নিউ হিন্দি সেকেন্ডারি স্কুলে। মূলত সমাজ সচেতনতা , মহিলাদের সুরক্ষা ও শিক্ষার বিষয়ে কাজ করা এই সংস্থার লক্ষ্য। গোয়ালাবস্তী এলাকায় নেশার রমরমা। শিক্ষার দিক দিয়েও অনেকটা পিছিয়ে এলাক্তি। তাই গোয়ালা বস্তী এলাকার বাসিন্দাদের নিয়ে বৈঠক করা হয় এদিন। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস, এন সি সি সির এস ডি পি ও পারমিতা পান্ডে, পুর নিগমের কর্পোরেটর সুপর্ণা দেবনাথ, ও সি সুশান্ত দেব সহ অন্যরা। ডাঃ দিলিপ দাস জানান, এই ড্রাগস থেকে এইডসের মতো রোগ ছড়াচ্ছে। তাই সরকারি – বেসরকারি ভাবে এসবের বিরুদ্ধে চলছে কর্মসূচী। সংস্থা নিয়ে বলতে গিয়ে ডাঃ দিলিপ দাস জানান, শিক্ষা, দীক্ষা, স্বাস্থ্যে সমাজের যাতে ভালো উন্নতি হয় তা নিয়ে কাজ করা হবে। গড়ে তোলা হবে যুব সমাজকে নেশার হাত থেকে মুক্ত করতে সচেতনতা।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়