মৎস্য দিবস উপলক্ষ্যে সেমিনার-সংবর্ধনা

আগরতলা : রাজ্যের বিভিন্ন জায়গায় জাতীয় মৎস্য দিবস পালন করা হচ্ছে। জেলা ভিত্তিক সেমিনার হচ্ছে বিভিন্ন জায়গায়। শনিবার এই দিবস উপলক্ষ্যে পশ্চিম জেলা ভিত্তিক আলোচনা চক্র হয় আগরতলায়। এদিন একদিবসীয় কর্মশালা হয় কলেজটিলা মৎস্য দপ্তরের অফিসে। উপস্থিত ছিলেন পশ্চিম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য, দপ্তরের সচিব মুসলিম উদ্দিন আহমেদ সহ বিশিষ্টজনেরা। এদিন কয়েকজন মৎস্য চাষিকে পুরস্কৃতও করা হয়। অনুষ্ঠানে পশ্চিম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য বলেন, দপ্তরের আধিকারিক , কর্মীরা নিচু তলা পর্যন্ত তাদের অভিজ্ঞতাকে পৌঁছে দিচ্ছেন মৎস চাষিদের উৎসাহিত করতে এবং তাঁদের চাষাবাদ বৃদ্ধি করার জন্য ।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী