আগরতলা : ছেলে-মেয়েদের শুধু শারীরিক বিকাশ হলেই চলবে না, তাদের মানসিক, আধ্যাত্মিক ও বুদ্ধির বিকাশ প্রয়োজন। তাছাড়া ছোট বেলা থেকে শিশুদের সামনে অল্প করে ত্রিপুরার কৃষ্টি- সংস্কৃতি তুলে ধরা হলে ভবিষ্যতে সুনাগরিক তো হবেই। সরকার তার কাজ করবে। কিন্তু উন্নয়নটা আরও সহজ হয় যদি ছোট ছোট সমস্যা গুলি স্থানীয় ক্লাবের মাধ্যমে সুন্দর ভাবে সমাধান হয়। ক্লাবের প্রতি স্থানীয় সব লোকজনের আস্থা আনতে হবে। প্রতিটি মানুষের বিশ্বাস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্লাবের মধ্যে মিনি সরকারের উপস্থিতি থাকে।রবিবার রাজধানীর বড়দোয়ালি পশ্চিম প্রতাপগড় এলাকার আমাদের ক্লাবের শিশু মেলার উদ্বোধন করে কথা গুলি বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন থেকেই ক্লাব প্রাঙ্গণে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী শিশু মেলার। বেলুন উড়িয়ে এর সূচনা করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও উপ[স্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কর্পোরেটর অভিজিৎ মল্লিক, কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী, সমাজসেবী সঞ্জয় সাহা, ক্লাবের সভাপতি সহ অন্যরা। চার দিন শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা হবে। ১৯ তম শিশু মেলাকে ঘিরে প্রথম দিনই বেশ সাড়া পড়ে।
আমাদের ক্লাবের ১৯ তম শিশু মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
155
previous post