আগরতলা : নতুন ভাবে জুনিয়র শারীর শিক্ষক নিয়োগ করা হবে রাজ্যে নতুন ভাবে। অর্থ দপ্তরের অনুমোদন পাওয়া গেছে। সহসাই বিজ্ঞপ্তি দেওইয়া হবে। ইতি মধ্যে ৮ জন স্পোর্টস অফিসার টি পি এস সির মাধ্যমে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তাছাড়া পানিসাগর শারীরিক শিক্ষার আঞ্চলিক কলেজ-র জন্য দুইজন সহকারী অধ্যাপক নিয়োগের অনুমোদন পাওয়া গেছে।রবিবার একথা জানান ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ। এদিন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগরতলা শহীদ ভগৎ সিং যুব আবাস ও ভোলাগিরি মাঠে হয় কর্মশালা। এতে সারা রাজ্য থেকে অংশ নেন দপ্তরের বিভিন্ন স্তরের অফিসার, সিনিয়র শারীর শিক্ষক, জুনিয়র শারীর শিক্ষকরা।রাজ্যে বর্তমানে প্রায় ৫০০ শারীর শিক্ষক রয়েছেন। দিনভর বিভিন্ন বুস্যে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সচিব পি কে চক্রবর্তী,দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, জিমন্যাস্ট দীপা কর্মকার সহ অনায়ন্যরা।একদিনের ক্রমসধালাকে ঘিরে ভালো সাড়া পড়ে।
শারীর শিক্ষকদের নিয়ে কর্মশালা রাজধানীতে
154