বিধায়ক উন্নয়ন তহবিল থেকে নিজ বিধানসভা কেন্দ্রে একটি সংস্থাকে অ্যাম্বুলেন্স দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা : রাজ্যে স্বাস্থ্য- শিক্ষা সহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। বর্তমান রাজ্য সরকার হচ্ছে মানুষের সরকার। বর্তমানে সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ক্লাব গুলি সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে রাজ্যে ৬ টি জাতীয় সড়ক করা হয়েছে। নীতিগত ভাবে আরও ৪ টি জাতীয় সড়কের মঞ্জুরি পাওয়া গেছে। নিজ বিধানসভা কেন্দ্রে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।নিজের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে ত্রিনয়নী সামাজিক সংস্থাকে একটি অ্যাম্বুলেন্স দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ছাড়াও বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যরা।অনুষ্ঠানে মুয়খ্যম্নত্রি বলেন, রাজ্য থেকে বর্তমানে ১৮ টি এক্সপ্রেস ট্রেন চলাচল করছে রেল যোগাযোগের উন্নতি হওয়ায়। দাবি জানাও হয়েছে আরও এক্সপ্রেস ট্রেন চালু করার জন্য। তিনি বলেন, বর্তমানে সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ক্লাব গুলি সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে রাজ্যে ৬ টি জাতীয় সড়ক করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন দাবিও করেন, রাজ্যের আইন- শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালো।

Related posts

আম্বেদকর নিয়ে অমিত শাহ-র মন্তব্যের প্রতিবাদ জানাল তপশিলি জাতি সমন্বয় সমিতি

সেজে উঠছে রাজধানীর অদূরে আল্পনা গ্রাম

২২ দফা দাবি নিয়ে সরব গভর্ণমেন্ট পেনশনাস অ্যাসোসিয়েশন ত্রিপুরা