আগরতলা : রাজ্যের দুইটি লোকসভা আসনে বিপুল ভোটে বিজেপি প্রার্থীদের জয়ী করে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করা। শুধু তাই নয় ফের নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখাই লক্ষ্য। সেই লক্ষে লোকসভা নির্বাচনকে সামনে রেখে অনেক আগে থেকেই ময়দানে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে সাংগঠনিক কর্মসূচী। প্রদেশ বিজেপির পাশাপাশি শাখা সংগঠন গুলিও ময়দানে নেমে পড়েছে কর্মসূচী নিয়ে। সম্প্রতি বিজেপির তরফে স্ব-সহায়ক দল ও এনজিও-র মহিলাদের নিয়ে শক্তি বন্ধন নামে কর্মসূচী সম্পন্ন করা হয়েছে। প্রস্তুতি চলছে গ্রাম চলো অভিযানের। এরই অঙ্গ হিসেবে সোমবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে বৈঠক করা হয় নতুন ভোটার এবং দলের বিভিন্ন উইংসে যারা কাজ করেন তাদের নিয়ে।দুটি লোকসভা কেন্দ্র থেকে তারা বৈঠকে অংশ নেন। বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক তাপস মজুমদার সহ অন্যরা।
নবীন ভোটারদের নিয়ে বিজেপি অফিসে বৈঠক
139