বসে আঁকো প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করলো ডি এস ও

আগরতলা : স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম ১২৭ তম জন্ম বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচী নিয়েছিল এআইডিএসও। সংগঠনের তরফে অনলাইন বসে আঁকো প্রতিযোগিতা করা হয়। এতে তিন বিভাগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট ছেলে-মেয়েরা অংশ নেয়।সোমবার প্রতি বিভাগ থেকে ৫ জন করে মোট ১৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয় এ আই ডি এস ও সাংগঠনিক কমিটির তরফে।আগরতলা ত্রিপুরা স্টেট মিউজিয়ামের সামনে হয় পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক রামপ্রসাদ আচার্য, রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার। তারা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

Related posts

Emergency was a direct attack on Constitution, democracy: CM

পূর্ব থানার পুলিসের জালে নেশা সামগ্রী সহ চারজন