চুরি যাওয়া স্বর্ণালঙ্কার পেয়ে খুশি গয়নার মালিকরা

আগরতলা : ফিরে পেলেন নিজেদের স্বর্ণালঙ্কার। পুলিসের তৎপরতায় চুরি যাওয়া গয়না ফিরে পেয়ে খুশি স্বর্ণালঙ্কারের মালিকরা। মঙ্গলবার পূর্ব আগরতলা থানায় তাদের হাতে ৩০ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার গুলি তুলে দেন জেলা- মহকুমা পুলিস আধিকারিকরা। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিস সুপার, সদর মহকুমা পুলিস আধিকারিক, পূর্ব আগরতলা থানার ওসি সহ অন্যান্য আধিকারিকরা। পুলিস সুপার কিরণ কুমার কে জানান, আদালতের নির্দেশের পরে ২০২৩ সালে নভেম্বর- ডিসেম্বরের বিভিন্ন সময়ে এই চুরির ঘটনা গুলি সংঘটিত হয়েছে। পুলিস তদন্তে নেমে ১৭ জনকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে স্বর্ণালঙ্কার গুলি উদ্ধার করেছেন। বর্তমানে অভিযুক্তরা জেল হাজতে রয়েছে।

Related posts

প্রথমবারের মতো ত্রিপুরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রীড়া সাংবাদিকদের সেমিনার

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর জগন্নাথ জিউ মন্দির থেকে বের হয় রথ

Govt tirelessly working to fill up vacant posts: CM