আগরতলা : ফের নিয়োগের দাবিতে সরব ২০২২ সালের এস টি জি টি চাকরি প্রত্যাশীরা। বৃহস্পতিবার তারা বিক্ষোভ দেখান অফিস লেন টি আর বিউ টি অফিসের সামনে। রাজ্যের বিদ্যালয় গুলিতে শিক্ষক স্বল্পতা। নবম- দশম শ্রেণীর বহু শিক্ষকের শূন্য পদ পড়ে রয়েছে। অভিযোগ এসব পদে নিয়োগের কোন উদ্যোগ নেই। শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয় গুলিতে পঠন- পাঠনের ব্যাঘাত ঘটছে। এই অবস্থায় ২০২২ সালের এস টি জি টি উত্তীর্ণরা চূড়ান্ত ফলাফল প্রকাশ ও নিয়োগের দাবিতে অনেক দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু নিয়োগ হচ্ছে না। এই অবস্থায় হতাশ তারা। অভিযোগ বিগত ৫ বছরে মাত্র ৬১২ জন এস টি জি টি নিয়োগ করা হয়েছে। এর পরে আর নেই নিয়োগ। তাই চাকরি প্রত্যাশীরা বৃহস্পতিবার ফের শিক্ষা ভবনের সামনে আসেন। চূড়ান্ত ফল প্রকাশ ও দ্রুত তাদের এক সঙ্গে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখান।এদিন তারা প্ল্যা কার্ড নিয়ে আন্দোলনে শামিল হন টি আর বি টি অফিসের সামনে। মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন জানান তাদের বিষয়টি দেখার।সামনে নির্বাচন। তাই নির্বাচন ঘোষণার আগে প্রক্রিয়া শুরু নাহলে ফের পিছিয়ে যাতে নিয়োগ প্রক্রিয়া বলে জানান চাকরি প্রত্যাশীরা।