বনমালিপুরে বিরোধী শিবিরে বড় ধস

আগরতলা : পৃথিবীতে বর্তমানে অর্থনীতিতে চতুর্থ স্থানে ভারত। ২০৪৭ সালে ১ নম্বর স্থানে জায়গা করে নেবে ভারত। সর্বক্ষেত্রে ভারত জগত সভায় আবার শ্রেষ্ঠ আসন লভে।রবিবার বনমালিপুরে এক যোগদান সভায় একথা বললেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ। তিনি ভোটারদের কাছে আহ্বান রাখেন ২০২৪ লোকসভা নির্বাচনে বনমালিপুর যাতে রাজ্যের মধ্যে জয়ের মার্জিনে প্রথম স্থান দখল করতে পারে তা দেখিয়ে দেওয়ার জন্য। আর মাস দুয়েকের মধ্যেই সম্ভবত লোকসভা নির্বাচন। যদিও এখনও ঘোষণা হয়নি দিনক্ষণ।কিন্তু বসে নেই শাসক দল ভারতীয় জনতা পার্টি।প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও সাংগঠনিক কর্মসূচী চালিয়ে যাচ্ছে বিজেপি। ভোটাররাও বিভিন্ন জায়গায় যোগ দিচ্ছেন বিজেপিতে বিরোধী শিবির ছেড়ে। রবিবার ভারতীয় জনতা পার্টি বনমালীপুর মন্ডলের উদ্যোগে রামঠাকুর সংঘ এলাকায় হয় যোগদান সভা। এদিনের সভায় বনমালীপুর বিধানসভা কেন্দ্রে সিপিএম-কংগ্রেসে ধস নামে। প্রায় ৮৫ পরিবারের ২৮৭ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেন। তাদের স্বাগত জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কৃষি মন্ত্রী রতল লাল নাথ, মণ্ডল সভাপতি চন্দ্র শেখর দে, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, কর্পোরেটর সুখময় সাহা সহ অন্যরা। এদিনের সভায় প্রচুর নারী- পুরুষ যুব অংশ নেন। সভায় প্রদেশ বিজেপি সভাপতি কংগ্রেস- সিপিএম এর সমালোচনা করেন বিভিন্ন ইস্যুতে।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল