বেসরকারি ১৭৩ পদের জন্য লোক নিয়োগের ইন্টার্ভিউ

আগরতলা : বছরের বিভিন্ন সময়ে শুধু সরকারি নয়, রাজ্যের ছেলে- মেয়েরা যাতে নামী বেসরকারি সংস্থায়ও কাজের সুযোগ পায় সেজন্য উদ্যোগ নিয়ে থাকে কর্মবিনিয়োগ জনশক্তি পরিকল্পনা অধিদপ্তর।রাজ্য সহ দেশের বিভিন্ন সংস্থায় ইতিমধ্যে ছেলে- মেয়ে কাজ পেয়েছেন। মঙ্গলবার ফের ৬ টি সংস্থায় ম্যানেজার সহ বিভিন্ন পদে ১৭৩ জন লোক নিয়োগের ইন্টার্ভিউ নেওয়া হয়। এদিন রাজধানীর শ্রম ভবনে হয় বাছাই প্রক্রিয়া। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শিক্ষিত ছেলে-মেয়েরা ইন্টার্ভিউ দিতে আসেন। কর্মবিনিয়োগ জনশক্তি পরিকল্পনা অধিদপ্তরের এক আধিকারিক জানান ভালো সাড়া মিলেছে। প্রচুর ছেলে-মেয়ে অংশ নেন। যেসব কোম্পানিতে লোক নিয়োগের জন্য ইন্টার্ভিউ নেওয়া হয় সেগুলি হল শ্রীরাম লাইফ ইন্সুরেন্স, স্বত্নত্র মাইক্রো ফাইনান্স সহ বিভিন্ন সংস্থা।

Related posts

তিপ্রাসাদের বিভিন্ন দাবির মীমাংসা হতে পারে দুই- তিন মাসের মধ্যে—প্রদ্যোত

উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

২৪ তম রাজ্য সম্মেলন নিয়ে সিপিআইএম প্রস্তুতি সভা