শহরে মিছিল- ডেপুটেশন সি আই টি ইউর

IMG20230710141735 01

আগরতলা : আগরতলা শহরে মিছিল করে অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের দাবি নিয়ে শ্রম কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিল সি আই টি ইউ নেতৃত্ব। সোমবার সারা দেশের সঙ্গে রাজ্যেও দাবি দিবস পালন করা হয় ১৩ দফা দাবিতে। অঙ্গনওয়াড়ি কর্মীদের সর্বভারতীয় দাবি দিবস হিসেবে আগরতলায়ও হয় সি আই টি ইউর তরফে কর্মসূচী। সোমবার শহরে মিছিল করেন অঙ্গনওয়াড়ী কর্মী- সহায়িকা সহ শ্রমিক নেতৃত্ব। উপস্থিত ছিলেন সি আই টি ইউর রাজ্য সম্পাদক সমর চক্রবর্তী, পাঞ্চালী ভট্টাচার্য সহ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেলপারদের সংগঠনের নেত্রিত্ব। মিছিল শেষে অফিস লেন শ্রম কমিশনারের কার্যালয়ের সামনে আসেন তাঁরা। পরে সেখান থেকে এক প্রতিনিধি দল শ্রম কমিশনারের সঙ্গে দেখা করে ১৩ দফা দাবি সনদ পেশ করেন। এদিকে বাইরে জমায়েতে শ্রমিক নেতা সমর চক্রবর্তী অভিযোগ করেন, শ্রমজীবী, গরিব, গণতান্ত্রিক অংশের মানুষ যাতে ঐক্যবদ্ধ হতে না পারেন দাবি তুলতে না পারেন সেজন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। ভয়ভীতির পরিবেশ রাজ্যে কায়েম করে রাখা হয়েছে। যারা অন্যায় কারী তারাই শেষ পর্যন্ত হারিয়ে যায় সেটাই ইতিহাস। তিনি বলেন, সি আই টি ইউ শ্রমিকদের সমস্যা নিয়ে প্রতিটি ক্ষেত্রে লড়াই করছে।

Related posts

সংবিধান রক্ষায় কংগ্রেসের লড়াই জারি রাখার বার্তা কংগ্রেস সভাপতির

সুজুকি দ্বিচক্র যানের নতুন শোরুম চালু হল আগরতলায়

নির্ধারিত সময়ের আগে পরীক্ষা না নেওয়ার আশ্বাস হোলিক্রস স্কুলের অধ্যক্ষের