আগরতলায় হবে তিনদিনের ত্রিপুরা ইনর্টারন্যাশনাল পাপেট উৎসব

আগরতলা : দেশের অন্যতম পুতুল নাটকের প্রতিষ্ঠান ত্রিপুরা পাপেট থিয়েটার। ১৯৭৪ সালে হরিপদ দাশের হাত ধরে যাত্রা শুরু করে এই সংস্থা। এবছর ৫০ তম বর্ষে পদার্পন করেছে।এই উপলক্ষে নাট্য উৎসবের আয়োজন করতে যাচ্ছে সংস্থা। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান পাপেট থিয়েটারের কর্মকর্তারা। তারা জানান ত্রিপুরা পাপেট থিয়েটারের সুবর্ণ জয়ন্তী উদযাপনের তিনদিন ব্যাপী ‘ত্রিপুরা ইনর্টারন্যাশনাল পাপেট উৎসব করতে যাচ্ছে সংস্থা। রাজধানীর রবীন্দ্র ভবনে ২৬ ফেব্রুয়ারি শুরু হবে তিন দিনের উৎসবের। এই আন্তর্জাতিক পুতুল নাচের উৎসবে অংশ নিতে আগরতলায় আসছে সুদুর আমেরিকা, ব্রাজিল-স্পেন, বাংলাদেশ থেকে বিশ্বের বিখ্যাত তিনটি পাপেট থিয়েটার গ্রুপ। এছাড়াও থাকবে ভারতের সেরা ৬টি পাপেট থিয়েটারের গ্রুপ নয়াদিল্লি, রাজস্থান, পশ্চিবঙ্গ ও ত্রিপুরা থেকে। গোটা পূর্বাঞ্চল তথা উত্তর-পূর্বাঞ্চলে প্রথমবারের মত চারটি দেশকে নিয়ে এত বড়ো আয়োজন ত্রিপুরায় হতে চলেছে। এছাড়া উৎসবের শেষ দিনে অনুষ্ঠানের পাশাপাশি থাকবে একটি বিশেষ সেমিনার।তিনদিনের অনুষ্ঠানই সবার জন্য উন্মুক্ত। থাকছে না কোন প্রবেশ মূল্য।শুরু থেকেই ত্রিপুরা পাপেট থিয়েটারের উদ্দেশ্য ছিল এই শিল্পটির মাধ্যমে আনন্দ দেওয়ার।পাশাপাশি জনসাধারনকে সচেতন করে তোলা এবং ত্রিপুরায় সমৃদ্ধ লোকসংস্কৃতি ও সাহিত্যের সাথে এই শিল্পের মেলবন্ধন ঘটানো। পুতুল নাচ শিল্পের উৎকর্ষতা বৃদ্ধির লক্ষে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সংস্থা। রাজ্যের পুতুল নাচ শিল্পকে সারা দেশে ও বিদেশে নিয়ে গেছে পাপেট থিয়েটার।সংস্থার সম্পাদক জানান এখন থেকেই চেষ্টা চলছে পরবর্তী প্রজন্মের হাতে এই শিল্পকে তুলে দেওয়ার। এই স্বপ্ন পূরনের লক্ষে ত্রিপুরা পাপেট থিয়েটার ৫০ বছর পূর্তি উপলক্ষে শিশুদের নিয়ে পুতুল নাটক প্রশিক্ষন ও উপস্থাপনার কাজ করে চলেছে প্রায় এক বছরের বেশি সময় ধরে যা সম্পূর্ন বিনামূল্যে।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের