আগরতলা : দুর্গা পূজা ছাড়াও বছরের বিভিন্ন সময়ে সামাজিক কর্মসূচী হাতে নিয়ে থাকে রাজধানীর ঐতিহ্যবাহী রাম ঠাকুর সংঘ। প্রতি দুই বছর পর পর ক্লাব পরিচালনার জন্য ১৫ জনের কমিটি গঠন করা হয়। এর মধ্যে ৬ জন অফিস বিয়ারার ও ৯ জন কার্যকরী কমিটির সদস্য। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে কমিটি গঠিত হয়। রবিবার ক্লাবের নির্বাচন। এবছর পনেরো সদস্যক পরিচালন কমিটির জন্য তিনটি প্যানেলে ৪২ জন লড়াই করে। মোট ভোটার ২৪৯ জন। এদিন সকালে ৫ টি বুথে চলে নির্বাচন। শান্তিপূর্ণ ভাবে রাম ঠাকুর সংঘের পরিচালন কমিটির নির্বাচন হয়। এদিনই হয় ভোট গণনা। বেশ উৎসাহ লক্ষ্য করা যায় সদস্যদের মধ্যে।