আগরতলা : প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে ভারতবাসীর ৫০০ বছরের যে প্রত্যাশা তা পূর্ণ হয়েছে ২২ জানুয়ারি। অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রাম লালার। আর তাই প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পাঠানো হচ্ছে চিঠি। ভারতীয় জনতা পার্টির তরফে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ধন্যবাদ পত্র প্রধান মন্ত্রীর উদ্দেশ্যে ডাকঘরের মাধ্যমে পড়েন করা হচ্ছে। আগরতলা পুর নিগমের পক্ষ থেকেও ধন্যবাদ পত্র পাঠানো হয়েছে আগেই। এবার প্রতিটি ওয়ার্ডের কর্পোরেটররা ফের ধন্যবাদ পত্র পাঠান। বৃহস্পতিবার পুর নিগমের সকল কর্পোরেটররা একযোগে আগরতলা প্রধান ডাকঘরে এসে চিঠি প্রেরণ করেন। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, মেয়র ইন কর্পোরেটর রত্না দত্ত, প্রদীপ চন্দ্র তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যরা। প্রধান মন্ত্রীর উদ্দেশ্যে চিঠি পড়েন করে মেয়র এদিন বলেন, সকলের বহুদিনের চিন্তাভাবনা, প্রত্যাশাকে প্রধানমন্ত্রী মান্যতা দিয়ে সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে রেখে ইচ্ছা পূরণ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আবার বিশ্ব গুরুর আসন পাবে।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি প্রেরণ নিগমের কর্পোরেটরদের
135
previous post