আগরতলা : রাজ্যজুড়ে একদিনে সমস্ত জেলায় জেলা শাসকদের কাছে স্মারকলিপি পেশ করলো ভারতীয় মজদুর সংঘের বিভিন্ন জেলা কমিটি। বেশকিছু দাবি সনদ তারা পেশ করেন শ্রমিক-শিক্ষক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলা শাসকদের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের পশ্চিম জেলা কমিটিও ডেপুটেশন দেয় জেলা শাসকের কাছে বৃহস্পতিবার। এক প্রতিনিধি দল দেখা করেন পশ্চিম জেলা জেলা শাসকের সঙ্গে। তাদের ২০ দফা দাবির মধ্যে রয়েছে ত্রিপুরা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ত্রিপুরা কলেজ অব নার্সিং এর সমস্ত কর্মচারীদের সমস্যার স্থায়ী সমাধান। আগরতলা সরকারি মেডিকেল কলেজের মতো তাদের বেতনভাতা সহ সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা,রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে বেতন অসঙ্গতি অবিলম্বে বন্ধ করা এবং বিভিন্ন এলাউন্স কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মত হুবহু দেওয়া, রাজ্য সরকারের অধীনস্থ সকল ক্যাজুয়াল, পার্ট টাইম, ডিআরডব্লিউ কর্মচারীদের নিয়মিত কর্মচারীদের মতো বেতন প্রদান করা এবং ফি ফিক্সড পে কর্মচারীদের ৫ বছরের পরিবর্তে তিন বছরে নিয়মিতকরণ, ৫০ বছরের মধ্যে কোন কর্মচারী মৃত্যু হলে আগের নিয়মমতো সেই মৃত কর্মচারীর পরিবারের কোন যোগ্য প্রার্থীকে সরকারি চাকরির সুযোগ দেওয়া, ত্রিপুরা রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত সরকারি কর্মচারীদের বকেয়া ২৬ শতাংশ মহার্ঘ্যভাতা মিটিয়ে দেওয়া,আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের সান্মানিক ভাতা ও অবসরকালীন ভাতা বৃদ্ধি, ত্রিপুরার একমাত্র মাঝারি শিল্প কেন্দ্র জুটমিলকে রাজ্যের স্বার্থে অবিলম্বে চালু করা, পরিবহন শ্রমিক কল্যাণ বোর্ড গঠন, যানবাহনের জ্বালানির ওপর রাজ্য সরকারের ট্যাক্সের ৫০ শতাংশ ছাড় দেওয়া সহ বিভিন্ন দাবি ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের।
জেলা শাসকের কাছে ডেপুটেশন বি এম এসের
156
previous post