দ্বিতীয় ম্যাচে জয় পেলো ফলো ঝানু ক্লাব

আগরতলা : মৌসুমি উরাং-র হ্যাটট্রিক ও দিপালী হালামের জোড়া গোলে জয় পেল ফলো ঝানু ক্লাব।ম্যাচে ৫-০ গোলে জয়ী হয় ফলো ঝানু।এিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহিলা লিগ ফুটবল প্রতিযোগিতায় বুধবার উমাকান্ত মাঠে মুখোমুখি হয় ফলো ঝানু ক্লাব ও চলমান সংঘ। নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখলো ফলো ঝানু ক্লাব। ম্যাচে মৌসুমি উরাং এর হ্যাট্রিক ও দিপালী হালাম এর জোড়া গোলের সুবাধে চলমান সংঘকে পরাজিত করেন মৌসুমিরা

Related posts

বৃহস্পতিবার থেকে শুরু হল রাজ্য ভিওিক স্কুল হকি ও টেবিল টেনিস প্রতিযোগিতা

আগরতলায় কর্পোরেট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট, ২৩-২৪ আগস্ট আমতলীতে মাঠে

প্রথম ডিভিশন ফুটবলে লাল বাহাদুর ব্যয়ামাগারকে হারিয়ে এগিয়ে চলো সংঘের জয়