মাধ্যমিকের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে শুরু

আগরতলা : সুষ্ঠু ভাবে শুরু হল মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। শনিবার প্রথম দিন ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা। এবছর পরীক্ষার্থী রয়েছেন ৩৩৭৩২ জন। এর মধ্যে রেগুলার পরীক্ষার্থী রয়েছেন ৩২১৮৭ জন। সারা রাজ্যে সেন্টার রয়েছে ৬৯ টি। আর ভেন্যু- সেন্টার মিলে আছে ১৪৫ টি। এদিন আগরতলা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন পর্ষদের গঠিত সদস্যরা। পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গনচৌধুরীও নেতাজী সুভাষ বিদ্যানিকেতন সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে। প্রশ্নপত্রে খুশি পরীক্ষার্থীরা। প্রথম দিনের মতো মাধ্যমিকের অন্য পরীক্ষা গুলিও যাতে শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয় সেই প্রত্যাশা ছাত্র- ছাত্রী, অভিভাবক সহ শিক্ষানুরাগী মহলের।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস