ড্রাগস সহ রাজধানীতে আটক ৭ প্যাডলার

আগরতলা : ড্রাগস হকারি করতে এসে পুলিসের জালে ৭ জন। উদ্ধার আনুমানিক আড়াই লাখ তাক নেশা সামগ্রী। গোপন খবরের ভিত্তিতে এন সি সি থানা, অভয়নগর পুলিস ফাঁড়ির পুলিস মঙ্গলবার সন্ধ্যারাতে ওত পেতে বসে রাজধানীর উজান অভয়নগর নজরুল স্মৃতি বিদ্যালয়ের সামনে। এন সি সি এস ডি পি ও- র নেতৃত্বে পুলিস টিম রাত আনুমানিক দশটা নাগাদ দেখেন দুটি দলে ৭ জন ড্রাগস হকারি করছিল সেখানে। সঙ্গে ছিল একটি নম্বর বিহীন অটো রিক্সা। পুলিস তাদের সকলকে ধরে ফেলে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার, তিনটি মোবাইল, নগদ ৩ হাজার টাকা। এন সি সি থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ চালায় পুলিস। বৃহস্পতিবার ধৃত নেশাকারবারিদের আদালতে সোপর্দ করা হয়।

 

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে