ত্রিপাক্ষিক চুক্তি কেন্দ্র- রাজ্য সরকার ও তিপ্রা মথার মধ্যে

আগরতলা : লোকসভা নির্বাচনের আগে তিপরা মথার অনশন কর্মসূচি, এই কর্মসূচি শুরুর সাথে সাথে দিল্লি থেকে টেলিফোন, বিধানসভার বাজেট অধিবেশনের মাঝে মুখ্যমন্ত্রী ও বিরোধী দল নেতার দিল্লি যাত্রা,চুক্তি স্বাক্ষরিত দুর্দান্ত গতিতে শেষ হল শনিবার ।তাও একটি ত্রিপাক্ষিক ১৭ লাইনের চুক্তির মাধ্যমে ।ঐতিহাসিক দিক থেকে স্বীকৃত উপজাতিদের জমির অধিকার,রাজনৈতিক অধিকার,অর্থনৈতিক উন্নয়ন,পরিচয়, সংস্কৃতি ও ভাষার অধিকার রক্ষার চুক্তি হল তিপরা মথা, ভারত ও ত্রিপুরা সরকারের মধ্যে। এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে নিষ্পত্তি পরবর্তী সময়ে করা হবে।সেজন্য একটি যৌথ কমিটি করা হবে যারা এই বিষয়ে আলোচনার মাধ্যমে উল্লিখিত বিষয়গুলোর নিষ্পত্তি ঘটাবেন। কবের মধ্যে এই বিষয়গুলোর নিস্পত্তি হবে আর কারা কারা কমিটিতে থাকবেন তা স্থির না হলেও এই চুক্তির অংশীদাররা এই নিয়ে আর কোনো আন্দোলনে যাবেন না বলে স্বাক্ষরিত চুক্তিতে অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিপ্রা মথার পক্ষে প্রদ্যোৎ বিক্রম মানিক্য দেববর্মা, বিজয় রাংখল ও অনিমেষ দেববর্মা, ত্রিপুরা সরকারের পক্ষে মুখ্যসচিব জে কে সিনহা ও কেন্দ্রীয় সরকারের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব পীযূষ গোয়েল স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষরের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী,ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ দুই মন্ত্রী বিকাশ দেববর্মা ও শুক্লা চরণ নোয়াতিয়া, সাংসদ বিপ্লব কুমার দেবও উপস্থিত ছিলেন।এদিকে ত্রিপাক্ষিক চুক্তির খবর অনশনস্থল হাতাইকতরে এস পৌঁছতেই আনন্দে মেতে উঠেন তিপ্রা মথার নেতা-কর্মী-সমর্থকরা।

Related posts

CM emphasizes discipline, team spirit through football

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস