কর্মচারী বঞ্চনা নিয়ে সরব কংগ্রেসের কর্মচারী সংগঠন

আগরতলা : বর্তমান বিজেপি সরকারের সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাসের স্লোগান শুধুমাত্র সরকারের একটি প্রচার ছাড়া আর কিছুই নয়। রবিবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন টি জি ই এফের সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ। এদিন রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের নেতৃত্ব কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরব হন।এদিন সাংবাদিক সম্মেলন করেন নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে বিজেপি সরকারের বিভিন্ন ব্যর্থতা তুলে ধরে, সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ বলেন,রাজ্যের সকল অংশের শিক্ষক-কর্মচারীরা রাজ্য সরকারের সদিচ্ছার অভাবে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের চেয়ে শতাংশ মহার্ঘভাতা কম পাচ্ছেন। যেখানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা পাচ্ছেন ৪৬ শতাংশ মহার্ঘ ভাতা, সেখানে রাজ্য সরকারের কর্মচারীরা পাচ্ছেন কেবল মাত্র ২০ শতাংশ মহার্ঘভাতা। ফারাক ২৬ শতাংশ। তিনি অভিযোগ করেন সবকা সাথ সবকা বিকাশ শুধুমাত্র সরকারের একটি প্রচার ছাড়া আর কিছুই নয়। ২০১৭ সালের জুলাই মাস থেকে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরম বন্ধ হয়ে আছে। নিয়মিত করণের কোনো উদ্যোগ নেই, রাজ্যের শিক্ষক-কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের নামে ভাওতাবাজী করা হয়েছে বলেও অভিযোগ। তিনি বলেন,সুষ্ঠু বদলী নীতি রাজ্যে নেই, যার ফলে রাজ্যের শিক্ষক কর্মচারীরা প্রতিহিংসা মূলক বদলি হচ্ছেন। অবিলম্বে সুষ্ঠু বদলি নীতি প্রণয়নের জন্য রাজ্য সরকারের উদ্দেশ্যে দাবী জানান তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ, মহাসচিব প্রানেশ ভট্টাচার্য, নেতৃত্ব রতন পাল, সুশান্ত সেন চৌধুরী, শান্তি বর্ধন সহ অন্যরা।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি