সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন মহিলার

আগরতলা : মামলা তুলে নেওয়ার জন্য অভিযুক্তরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ এক মহিলার। নিরাপত্তা চেয়ে ফের পুলিসের দ্বারস্থ মহিলা। শহরতলী ছিনাইহানী বৈশ্যপাড়া এলাকার বাসিন্দা সন্তোষ দাস।প্রায় ১১ মাস আগে নিখোঁজ হয়ে যান। ঘটনা জানিয়ে নিখোঁজ ব্যক্তির স্ত্রী এয়ারপোর্ট থানায় মামলা করেন।আগরতলা জেলা ও দায়রা জজ এর আদালতে একটা মামলা চলছে।এই মামলায় অভিযুক্ত দুর্গা প্রসন্ন দেব সহ অন্যরা চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি সন্তোষ দাসের স্ত্রীকে রাস্তায় পেয়ে হুমকি দেয় মামলা তুলে নেওয়ার জন্য।অভিযোগ রবিবার ফের ছেলেকে নিয়ে মহিলা শ্বশুর বাড়িতে যখন যাচ্ছিলেন তখন ফের গাড়ি নিয়ে এসে অভিযুক্তরা হুমকি দেয় বন্দুক উঁচিয়ে। ভয়ে সেখান থেকে কোন ক্রমে বাপের বাড়ি চলে যান মহিলা। এর অভিযোগ মহিলার ভাইকেও হুমকি দেয়। অভিযুক্ত দুর্গা প্রসন্ন দেব, চন্দন চক্রবর্তী, জয়দীপ বেলি প্রীতম মালাকার, হিমাদূষ সাহা। মহিলা সন্তানদের নিওয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বর্তমানে বাপের বাড়ি গান্ধীগ্রামে চলে যান। ঘটনা জানিয়ে ফের এয়ারপোর্ট থানা ও পশ্চিম থানায় মামলা দায়ের করেন মহিলা। নিরাপত্তা হীনতায় ভুগছেন তিনি। তাই পুলিস প্রশাসন ও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান বিষয়টি দেখার জন্য।

Related posts

তিপ্রাসাদের বিভিন্ন দাবির মীমাংসা হতে পারে দুই- তিন মাসের মধ্যে—প্রদ্যোত

উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

২৪ তম রাজ্য সম্মেলন নিয়ে সিপিআইএম প্রস্তুতি সভা