আগরতলা : শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোর পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা হচ্ছে বর্তমান সরকারের সময়ে। শনিবার পুর নিগমের ১৭ নম্বর ওয়ার্ডে ২৫ জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দিয়ে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পূর্বতন বাম সরকারের সময়ে নির্দিষ্ট একটি ক্যাটাগরির নবম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিলি করা হতো। মূলত তারা যাতে স্কুলে কিংবা গৃহশিক্ষকের বাড়িতে যেতে অসুবিধার সম্মুখীন না হন। কিন্তু বিজেপি জোট সরকার ক্ষমতায় এসে নির্দিষ্ট একটি ক্যাটাগরির নয়, নবম শ্রেণী পাঠরত সকল ছাত্রীদের বাইসাইকেল দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই মতো শিক্ষা দপ্তর বাইসাইকেল বিতরণ করে আসছে। এতে খুশি ছাত্রী ও তাদের অভিভাবকরা।শনিবার শিক্ষা দপ্তরের মাধ্যমে আগরতলা পুর নিগমের ১৭ নম্বর ওয়ার্ডের তরফে এলাকার ২৫ জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ওয়ার্ডের কর্পোরেটর শিখা ব্যানার্জি সহ স্থানীয় লোকজন।মেয়র ও কর্পোরেটর সাইকেল গুলি তুলে দেন। বাইসাইকেল পেয়ে খুশি পড়ুয়ারা।