আগরতলা : বিভিন্ন দাবিতে পশ্চিম জেলা জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ। সোমবার সংগঠনের এক প্রতিনিধি দল পশ্চিম জেলা জেলাশাসক বিশাল কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদিকা রিজিয়া খাতুন। তাদের অভিযোগ কাজের সংকট, লাগামহীন মূল্যবৃদ্ধি সাধারণ শ্রমজীবী মানুষের জীবন জীবিকা রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়েছে। রাত দিন পরিশ্রম করেও পরিবার প্রতিপালন করতে পারছে না একজন শ্রমজীবী মানুষ। নিম্ন মধ্যবিত্ত পরিবারে রোগ হলে আর্থিক সংকটে সঠিক চিকিৎসা করাতে পারছেন না। ছেলে মেয়েদের পড়াশোনা করতে গিয়েও সমস্যায় পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে ব্যাপক সংখ্যক পরিবার ঋণগ্রস্ত হয়ে পড়ছে। তাই সংগঠনের তরফে দাবি জানানো হয় রাজ্যের গরিব শ্রমজীবী পরিবারগুলোর সমস্ত ব্যাংক ঋণ মুক্ত করা, যে সমস্ত গরিব শ্রমজীবী পরিবার বিভিন্ন মাইক্রো ফাইনান্স কোম্পানি থেকে ঋণ গ্রহণ করেছে তাদের ঋণ মুক্তির জন্য রাজ্য সরকার সেই ঋণের দায়িত্ব গ্রহণ করা, ব্যাংক, বিভিন্ন নিগম থেকে সহজ শর্তে অতি অল্প সুদে গরীব শ্রমজীবী পরিবার গুলিকে ঋণদানের ব্যবস্থা করার দাবি জানানো হয় সংগঠনের তরফে।
জেলা শাসকের কাছে স্মারকলিপি মহিলা সংগ্রাম পরিষদের
133
previous post