আগরতলা : দেশের কৃষকদের দাবি আদায়ের জন্য দিল্লির আশপাশ এলাকার কয়েকটি রাজ্যের কৃষকদের মহাপঞ্চায়েত হবে ১৪ মার্চ। দিল্লিতে এই মহা পঞ্চায়েতের ডাক দেওয়া হয়েছে রামলীলা ময়দানে সংযুক্ত কিষাণ মোর্চার তরফে। পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। এই মহাপঞ্চায়েতের সমর্থনে সোমবার আগরতলায় হয় কর্মসূচী। এদিন রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরার উদ্যোগে হয় গণ অবস্থান।সমর্থন জানিয়েছে ট্রেড ইউনিয়ন গুলি। বিভিন্ন জায়গা থেকে কর্মীরা এতে অংশ নেন। গণঅবস্থানে সংগঠনের রাজ্য কনভেনার পবিত্র কর বলেন, মহাপঞ্চায়েতে অংশ গ্রহণ করবেন পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশের কৃষকরা। পবিত্র বাবু বলেন, আন্দোলন দীর্ঘস্থায়ী হবে। গোটা দেশের কৃষকরা লড়াইয়ে আছেন।তিনি অভিযোগ করেন মোদী সরকার কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন পবিত্র কর ছাড়াও ক্ষেতমজুর ইউনিয়নের নেতা ভানু লাল সাহা, সি আই টি ইউ-র রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত, গোপাল দাস সহ অন্যান্যরা।
রাজধানীতে গণঅবস্থান সংযুক্ত কিষাণ মোর্চার
92
previous post