ই-রিক্সা শ্রমিকদের হয়রানি করা হয় বলে অভিযোগ

আগরতলা : আগরতলা রেল স্টেশন, বটতলা, নাগেরজলা, আমতলী সহ বিভিন্ন জায়গায় ই-রিক্সা শ্রমিকদের হয়রানি করা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ শ্রমিকদের মারধর, টাকা ছিনতাইয়ের চেষ্টা করছে ভারতীয় মজদুর সংঘের নাম ভাঁড়িয়ে কিছু লোক। ই- রিক্সা থেকে নামিয়ে দেওয়া হয় বিভিন্ন জায়গায় যাত্রীদের। এসবের প্রতিবাদ জানিয়ে সুরাহার দাবিতে বুধবার ট্রাফিক সুপারের দ্বারস্থ হন বিবেকানন্দ বিচার মঞ্চের অধীন ইরিক্সা শ্রমিকরা।বুধবার তারা এ ডি নগর পুলিস লাইনে জড়ো হন সংগঠনের ই-রিক্সা শ্রমিকরা। পরে এস পির সঙ্গে সাক্ষাৎ করেন। দেখা করেন পরে আমতলীর এস ডি পি ও-র সঙ্গে। ই-রিক্সা শ্রমিকদের নেতৃত্ব ইমাম হোসেন অভিযোগ করেন, আগরতলা রেলস্টেশন, আই জি এম সহ বিভিন্ন জায়গায় হয়রানি করা হয় তাদের। এসবের প্রতিকার চেয়ে প্রয়োজনে পরিবহণ ভবন, পরিবহণ মন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্যা নিরসনের দাবি জানাবেন।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল