ট্রফি জয়ের আশা নিয়েই মাঠ নামবে ফরোয়ার্ড- সম্পাদক

আগরতলা : বহিঃরাজ্যের খেলোয়াড়দের সঙ্গে কথা চলছে। তবে এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু ৫-৬ দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে কোন রাজ্য থেকে কতজন আসছেন। চ্যাম্পিয়নের মুকুট জয়ের জন্যই যে টিম গঠন করছেন তা জানিয়ে দেন ফরোয়ার্ড ক্লাবের সম্পাদক পার্থ সারথি গুপ্ত।তিনি বলেন খেলায় জয়- পরাজয় থাকবেই।তিনি জানান এবছর তাদের বাজেট প্রায় ২২ লাখ টাকা। বহিঃরাজ্যের ফুটবলার ১০-১২ জন থাকতে পারে।ফুটবলের মরশুম শুরু হতেই বিভিন্ন ক্লাবের বার পূজা সম্পন্ন হচ্ছে।শুক্রবার বার পূজা দেওয়া হয় ফরোয়ার্ড ক্লাবের ।উমাকান্ত মাঠে হয় পূজা নিয়ম মেনেই। ক্লাব সম্পাদক পার্থ সারথি গুপ্ত জানান, প্রতি বছর দর্শকদের ভালো ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করা হয়। এবছরও সেই চেষ্টা থাকবে। ২০২৩-২৪ বর্ষে ভালো টিম গঠন করার লক্ষ্য নিয়ে এগুচ্ছে ফরোয়ার্ড ক্লাব। ক্লাব সম্পাদক জানান বাইরের বিভিন্ন রাজ্যের খেলোয়াড়দের সঙ্গে কথা চলছে।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী