আগরতলা : লোকসভা নির্বাচনকে সামনে রেখে তিন দলের সমন্বয় বৈঠকে সুস্পষ্ট রূপরেখা তৈরি করা হয়েছে। সেই রূপরেখার মাধ্যমে আসন্ন লোকসভা নির্বাচনে কাজ করা হবে। বিজেপি ও তাঁর জোট সঙ্গী দুই দলের সঙ্গে সমন্বয় সভার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।লোকসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে সমন্বয় বৈঠক হয়। ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি ও তিপ্রা মথার মধ্যে হয় সমন্বয় বৈঠক।এদিনের বৈঠকে তিন দলের বিধায়ক-মন্ত্রী, এমডিসি সহ বিভিন্ন স্তরের কার্যকর্তারা অংশ নেন।তিন দলের সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আইপিএফটি-র সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার রিয়াং, তিপ্রা মথার সভাপতি বিজয় কুমার রাংখল, মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ, মন্ত্রী অনিমেষ দেববর্মা, পশ্চিম ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির দুই প্রার্থী বিপ্লব কুমার দেব ও কীর্তি সিং দেববর্মণ। সমন্বয় বৈঠক শেষে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি জানান, লোকসভা নির্বাচনকে সামনে রেখে তিন দলের সমন্বয় বৈঠকে সুস্পষ্ট রূপরেখা তৈরি করা হয়েছে। সেই রূপরেখার মাধ্যমে আসন্ন লোকসভা নির্বাচনে কাজ করা হবে। তিনি বলেন, দুই প্রার্থীকে জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করা হবে। এদিন কথা বলেন আইপিএফটি-র সভাপতি ও মন্ত্রী অনিমেষ দেববর্মা।
শাসক জোট তিন দলের সমন্বয় বৈঠক
125
previous post