আগরতলা : আলোর উৎসবের দিনেও রাজধানীর নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। উৎসবের দিনেও মানুষ নিশ্চিন্তে পূজা দেখতে বাড়ি থেকে বের হতে পারলেন না। সৌজন্যে চোরের উৎপাত। খোদ আগরতলা শহরে কালী পূজার রাতে হাত সাফাই করলো চোরেরা।রবিবার রাতে ঘটনাটি ঘটলো ধলেশ্বর তিন নম্বর রোড এলাকায়। এলাকার বাসিন্দা বিপ্লব দেব পরিবার নিয়ে সন্ধ্যা রাত ৭ টা নাগাদ কালী পূজা দেখতে বের হন। মাঝে এক বার বাড়ি এসে ফের শহরে তারা পুজাতে ঘুরতে বেরিয়ে রাত প্রায় ১২ টা নাগাদ বাড়ি আসেন। এসেই বিপ্লব বাবুর চক্ষু চড়ক গাছ। দেখেন ঘরের দরজা ভাঙ্গা। ঘরে ঢুকে দেখেন আলমারির লক ভেঙে রয়েছে। ঘরের সমস্ত জিনিস পত্র এলোমেলো। বাড়ির মালিক জানান চোরেরা প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৬০ হাজার টাকা নিয়ে গেছে। ঘটনা জাআজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ছুটে যান পূর্ব থানার পুলিস। মামলা নিয়ে তদন্তে নেমেছে পুলিস।
226
previous post