বিপ্লবের সমর্থনে ধনপুরে মুখ্যমন্ত্রীর জনসভা

আগরতলা : শান্তি না থাকলে কোনদিন উন্নয়ন সম্ভব হবে না। উত্তর-পূর্বাঞ্চলে এখন শান্তি বিরাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট- ইস্ট পলিসিতে ত্রিপুরা সবচেয়ে বেশি লাভবান হয়েছে। ত্রিপুরাকে প্রধানমন্ত্রী হীরা মডেল দিয়েছেন। দেশের মধ্যে তৃতীয় শক্তিশালী ইন্টারনেট ব্যবস্থা রয়েছে রাজ্যে। ত্রিপুরা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ১৭-১৮ টি এক্সপ্রেস ট্রেন যায়। বন্দে ভারত এক্সপ্রেসও ত্রিপুরায় আসবে। সোনামুড়া মহকুমার ধনপুরে নির্বাচনী জনসভায় একথা গুলি বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বিভিন্ন জায়গায় কর্মসূচীতে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শনিবার মুখ্যমন্ত্রী জনসভা করেন বিজেপি ধনপুর মণ্ডল এলাকায়। সেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক বিন্দু দেবনাথ, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক, বিজেপি সংখ্যালঘু সংগঠনের সভাপতি বিল্লাল মিয়া, ধনপুর মণ্ডলের সভাপতি সহ অন্যরা। জনসভায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা কেন্দ্রের পূর্বতন সরকারের সমালোচনা করে মন্তব্য করেন আগে শুধু দুর্নীতি আর দুর্নীতি দেখা যেত। রাজনীতি শুধু ছিল মসনদে বসার জন্য। কিন্তু ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে বুঝিয়ে দিয়েছেন অন্য ভাবেও দেশ চালানো যায়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন স্বচ্ছতার সাথে দেশ কিভাবে  চালাতে হয়। বর্তমানে মানুষ বুঝতে পারছেন দুর্নীতি  ছাড়াও সরকার চালানো যায়। মুখ্যমন্ত্রী এদিন কংগ্রেস- সিপিএম জোটের সমালোচনা করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট- ইস্ট পলিসিতে ত্রিপুরা সবচেয়ে বেশি লাভবান হয়েছে। ত্রিপুরাকে প্রধানমন্ত্রী হীরা মডেল দিয়েছেন। দেশের মধ্যে তৃতীয় শক্তিশালী ইন্টারনেট ব্যবস্থা রয়েছে রাজ্যে।

Related posts

রাজধানীতে নিজ বাড়িতে নির্মীয়মাণ শৌচালয়ের ট্যাঙ্কে পড়ে মৃত্যু এক ব্যক্তির

সদস্যপদ সংগ্রহে নামলো সারা ভারত কৃষকসভা

শিক্ষককে স্কুলের ভিতরে শারীরিক নিগ্রহের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি