ভোটারদের সচেতনতা কর্মসূচী

আগরতলা : ধনী-দরিদ্র-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ভোট দেওয়ার অধিকার রয়েছে নির্বাচনী প্রক্রিয়ায়। সামাজিক সমতা স্থাপিত হয় এই প্রক্রিয়ায়। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সিস্টেমেটিক ভোটারস এডুকেশন এন্ড ইলেক্টোরাল পার্টিসিপেশনের উপরে মতবিনিময় ও সচেতনতামূলক কর্মসূচীর উদ্বোধন করে একথা বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। মঙ্গলবার যুব ভোটারদের ভোটদানে উৎসাহ দেওয়ার লক্ষে এই কর্মসূচী গ্রহণ করা হয় পশ্চিম ত্রিপুরা জেলা শাসক তথা পশ্চিম আসনের আর ও-র উদ্যোগে। উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলা শাসক ডঃ বিশাল কুমার, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ প্রসেইন, এসভিইইপির আইকন জিমন্যাস্ট দীপা কর্মকার সহ অন্যরা। এদিন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে একটি ক্যুইজেরও আয়োজন করা হয়।একইসঙ্গে প্রচার গাড়ির যাত্রার সূচনা করেন অতিথিরা পতাকা নেড়ে। প্রদর্শিত হয় আমি ভারতের ভোটদাতা শীর্ষক তথ্য চিত্র।

Related posts

তিপ্রাসাদের বিভিন্ন দাবির মীমাংসা হতে পারে দুই- তিন মাসের মধ্যে—প্রদ্যোত

উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

২৪ তম রাজ্য সম্মেলন নিয়ে সিপিআইএম প্রস্তুতি সভা