আগরতলা : আগরতলা বলদাখাল ব্রিজের নিচে জলে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আত্মহত্যা নাকি হত্যা এনিয়ে ধোঁয়াশা। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। জানা গেছে রাজধানীর রেশমবাগান এলাকার চন্দন দেবনাথের স্ত্রী বয়স আনুমানিক ২১ বছরের বধূ জয়ন্তীর নার্ভের সমস্যা রয়েছে। প্রায়শই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। রবিবারও বাড়ি থেকে বের হয়ে যেতে চাইলে এলাকার লোকজন বাধা দেয়। কিন্তু লোকজনের অজান্তে কোন এক সময় বাড়ি থেকে বের হয়ে যায় বলে জানায় যুবতী বধূর স্বামী চন্দন দেবনাথ। পরিবারের লোকজন অনেক খুঁজেও না পেয়ে থানায় মিসিং ডায়েরি করে । সোমবার লোকজন বলদাখাল ব্রিজের নিচে একটি মৃতদেহ দেখতে পেয়ে পূর্ব আগরতলা থানায় খবর দেয়। পূর্ব থানার পুলিস গিয়ে বোধজংনগর থানাকেও খবর পাঠায় কারণ এলাকার একাংশ সেই থানার অধীনে। দুই থানার পুলিস সেখানে গিয়ে রবিবার নিখোঁজ হওয়া বধূর পরিবারে খবর পাঠায়। জয়ন্তীর স্বামী এসে সনাক্ত করে দেহটি জয়ন্তীর। ঘটনা জানাজানি হতেই প্রচুর লোকজন ভিড় করেন। পুলিস পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়।
বলদাখাল ব্রিজের নিচে মহিলার মৃতদেহ
244
previous post