156
আগরতলা : পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে প্রায় ৪০০-র মতো মহিলা ভোট কর্মী নিযুক্ত থাকবেন। ৫৮ টি ভোট গ্রহণ কেন্দ্রের দায়িত্বে থাকবেন মহিলা ভোট কর্মীরা। সোমবার রাজধানীর শিশু বিহার স্কুলে মহিলা ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। একথা জানান পশ্চিম আসনের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার। তিনি জানান, ভোট কর্মী সহ ভোটের কাজে যুক্তদের ব্যালটে ভোট নেওয়া হবে ১৬ ও ১৭ এপ্রিল। এছাড়া ১০ ও ১২ এপ্রিল ভোট নেওয়া হবে বাড়ি বাড়ি গিয়ে ৮৫ বছর ঊর্ধ্ব ব্যক্তি ও বিশেষভাবে সক্ষমদের।