পশ্চিম আসনের রিটার্নিং অফিসার সকাশে সিপিএম নেতৃত্ব

আগরতলা : হারের ভয় ধাওয়া করেছে তাই  ভয় পেয়ে বিজেপি দুষ্কৃতকারীদের মাঠে নামিয়ে দিয়েছে বলে অভিযোগ। পশ্চিম জেলার লোকসভা আসনে ও ৭ রামনগর বিধানসভার উপনির্বাচনের ব্যাপক সন্ত্রাস ও প্রচার সজ্জা নষ্টের অভিযোগ আনলো সিপিআইএম পশ্চিম জেলা কমিটি।সোমবার পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিক সম্মেলন করেন সিপিএম পশ্চিম জেলা কমিটির নেত্রিত্ব।মেলারমাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনে এক সাংবাদিক সম্মেলনে ভারপ্রাপ্ত জেলা সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত বলেন ৩১  মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত একাধিক অভিযোগ নির্বাচন কমিশনকে করা হয়েছে।দুর্ভাগ্যজনক হলেও সত্যি একটি ক্ষেত্রেও কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তিনি বলেন এখনও নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে। শঙ্কর দত্ত অভিযোগ করেন রামনগর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থীর সমস্ত প্রচারসজ্জা নষ্ট করে দিচ্ছে ক্ষমতাসীন দলের দুষকৃতকারীরা। বামুটিয়াতে কংগ্রেস প্রার্থী আশিস সাহার প্ল্যাকার্ড সহ গাড়ী লুট করে নেওয়া হয়েছে।পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।শঙ্কর দত্ত বলেন পশ্চিম জেলা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ও বিধানসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে রামনগর কেন্দ্রের ৪৯ টি বুথের মধ্যে ৩৫টি বুথকে সর্বোচ্চ স্পর্শকাতর ঘোষণা করার জন্য দাবি জানানো হয়েছে। একই সাথে এই কেন্দ্রের সমস্ত দুষ্কৃতকারীদের রুখতে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।সিপিএমের সদর মহকুমা সম্পাদক শুভাশিস গাঙ্গুলী বলেন সকালে প্রচার সজ্জা লাগালে বিকেলে নষ্ট করে দিয়েছে।প্রচার সজ্জাকেই এত ভয়?

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী