এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি শুরু

আগরতলা : এশিয়ান গেমস নজরে প্রস্তুতি শুরু করে দিয়েছেন জিমন্যাস্ট দীপা কর্মকার। আগরতলা এন এস আর সি সিতে দুই বেলা কঠোর অনুশীলন করে যাচ্ছেন ভারতীয় দলের হয়ে সুযোগ পাওয়া দীপা কর্মকার ও প্রতিষ্ঠা সামন্ত।নিজের সেরাটা উজার করে দেওয়ার জন্য মুখিয়ে আছেন দুইজনই। প্রতিষ্ঠা সামন্ত। দুটি সার্জারি এবং জীবনে ওঠা নামার পর একজন ক্রীড়াবিদ হিসাবে তাঁর র্যা ঙ্কিং ধরে রাখতে পারায় খুশী দিপা কর্মকার। এটা কোচ এবং অভিভাবকদের জন্যই সম্ভব হয়েছে বলে জানায় সে। এনএসআরসিসি-তে দুবেলা মিলিয়ে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা অনুশীলন চালিয়ে যাচ্ছে তারা।রাজ্যের মেয়ে দীপা কর্মকার ও পশ্চিমবঙ্গের মেয়ে বর্তমানে ত্রিপুরায় বসবাসকারী প্রতিষ্ঠা সামন্ত অনুশীলন করছেন বর্তমানে দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দীর তত্ত্বাবধানে। ১১ ও ১২ জুলাই ভুবনেশ্বরে এশিয়ান গেইমসের জন্য বাছাইয়ে অংশ নিয়েছিলেন দুজন। তাতে সাফল্য অর্জন করে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেইমস। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। চায়নার চুয়াংজু শহরে হবে এই আসর। দিল্লী বা ভুবনেশ্বরে হবে জাতীয় স্তরের ক্যাম্প। দুইজনকেই নিয়েই আশবাদি কোচ।

Related posts

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন

সমবায় ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দেশকে শক্তিশালী করা সম্ভব হবে: মুখ্যমন্ত্রী