আগরতলা : ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে যে সুযোগ পেয়েছিলেন সেই সুযোগ আবার এসেছে ।সেই সুযোগকে কাজে লাগাতে হবে। রাজধানীর বর্ডার গোলচক্কর বাজারে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার এই মন্তব্য করেন। আলোচনা শুরুর আগে প্রয়াত বিধায়ক সুরজিত দত্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন ডবল ইঞ্জিনের সরকারের স্বাদ মানুষ পেয়েছে।রাজ্যের ইতিহাসে সবচেয়ে কম ভোট পেয়ে একটা সরকার গঠিত হয়েছে।তিনি বলেন একটি দলের বিশ্বাসঘাতকতার জন্য ক্ষমতাসীন হওয়াকে জবাব দিতে হবে। মানুষ তার ভুল বুঝতে পেরেছেন। এবার লোকসভা পশ্চিম আসনে আশিস সাহাকে এবং রামনগর বিধানসভা নির্বাচন কেন্দ্রে রতন দাসকে জয়যুক্ত করতে আহ্বান জানান।মানিক সরকার বলেন সারা দেশ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিকল্প সরকার গঠনের।তাই এই সরকার গঠনে দায়িত্ব নিয়ে ভোট দিন।দেশের সরকার মানুষের সম্মান ও বিশ্বাস হারিয়েছে।তিনি বলেন এবার পরিবর্তন হবেই দেশ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মানিক বাবু আরও বলেন মনে রাখবেন দিল্লির খুঁটির জোরে ত্রিপুরার সরকার চলছে আপনারাও বুঝতে পেরেছেন ,সুতরাং আপনার বিশ্বস্ত ভোট সুযোগ্য জায়গায় প্রয়োগ করুন। কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ অভিযোগ করেন এই বিজেপি সরকার এস সি, এস টি ,ওবিসি বিরোধী।এরা সব কিছু বিক্রি করে দিতে চাইছে, আপনাদের নিয়ে গড়া ইন্ডিয়া জোট এগিয়ে এসেছে সমস্ত অন্যায়ের জবাব দিতে।পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও রামনগর বিধানসভার উপভোটে ইন্ডিয়া জোটের প্রার্থীদের সমর্থনে হয় এদিনের জনসভা।
সুযোগ কাজে লাগানোর কথা বললেন মানিক সরকার
176
previous post