রাজধানীতে ড্রাগস সহ আটক ৬

IMG 20240410 103258

আগরতলা : রাজধানীতে নেশার রমরমা। অভিযোগ একাংশ যুবক দেদার ড্রাগস সেবনের পাশাপাশি বিক্রির সঙ্গেও যুক্ত।এবার রাতের বেলা নেশা সামগ্রী বিক্রি করার সময় পুলিসের হাতে আটক ৬ যুবক। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে পশ্চিম থানার পুলিস কৃষ্ণনগর ছাত্র সংঘ ক্লাবের সামনে অভিযান চালায়। আটক করে ৬ জনকে। উদ্ধার হয় এক পাউচ ড্রাগস। অভিযোগ আরও ৫ পাউচ বিক্রি করে ফেলেছে নেশা কারবারিরা। ধৃতরা হল সুমন দেবনাথ, সায়ন দেব, রাকেশ দেবনাথ, প্রকাশ কর, কৌশিক সাহা। তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নিয়ে তদন্ত করছে পুলিস।বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করা হয়।

Related posts

সংবিধান রক্ষায় কংগ্রেসের লড়াই জারি রাখার বার্তা কংগ্রেস সভাপতির

সুজুকি দ্বিচক্র যানের নতুন শোরুম চালু হল আগরতলায়

নির্ধারিত সময়ের আগে পরীক্ষা না নেওয়ার আশ্বাস হোলিক্রস স্কুলের অধ্যক্ষের