আগরতলা : প্রয়াত হলেন রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত শিক্ষক পরেশ চন্দ্র চক্রবর্তী। তার মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া। প্রয়াত হলেন রাজ্যের স্বনামধন্য শিক্ষক পরেশ চক্রবর্তী। রানীরখামার রামকৃষ্ণ বিবেকানন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা পরেশ চক্রবর্তী ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়েছিলেন। ঘটনাটি ঘটে রবিবার নববর্ষের দিন। সঙ্গে সঙ্গে উনাকে জিবিতে ভর্তি করানো হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। সোমবার সকালে তিনি প্রয়াত হন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার সহকর্মী, ছাত্র-ছাত্রী সহ অসংখ্য গুণমুগ্ধদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রয়াত পরেশ চন্দ্র চক্রবর্তীর শবদেহ নিয়ে আসা হয় ধলেশ্বর রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান স্কুলের বর্তমান, প্রাক্তন ছাত্র-ছাত্রী সহ অনেকেই। ১৯৯২ সনে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন শিক্ষক পরেশ চক্রবর্তী।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষক পরেশ চক্রবর্তী
315
previous post