82
আগরতলা : পশ্চিম জেলা শাসক সকাশে আমরা বাঙালী। শুক্রবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে পশ্চিম জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল আমরা বাঙালী পশ্চিম জেলা কমিটি। শুক্রবার আমরা বাঙালী পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধিদল পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ে গিয়ে ডেপুটেশন দেয়। প্রতিনিধি দলের এক সদস্য জানান জনস্বার্থ সম্বলিত ৭ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশান প্রদান করা হয়েছে।তাদের দাবির মধ্যে রয়েছে মহিলা সংক্রান্ত অপরাধের ঘটনায় পুলিস যাতে নিরপেক্ষা ভূমিকা নেয়।