নির্বাচনী প্রচারে মঙ্গলবার রাজ্যে আসছেন প্রিয়াঙ্কা

oppo_0

আগরতলা : নির্বাচনী প্রচারে মঙ্গলবার রাজ্যে আসছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী। তিনি রাজধানীতে পশ্চিম ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোট সমর্থিত প্রার্থীদের সমর্থনে রোড শো করবেন। এম বি বি বিমানবন্দরে আসার পরে উনাকে রেলি করে সার্কিট হাউসের সামনে আনা হবে। সেখান থেকে বের হবে রোড শো। শহর পরিক্রমা করে দুর্গা চৌমুহনীতে গিয়ে শেষ হবে রোড শো। এতে রাজ্যের সকল অংশের মানুষকে শামিল হওয়ার আহ্বান জানালেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন গোপাল চন্দ্র রায় ও কংগ্রেস নেত্রী জারিতা লাইটফ্লাং। কংগ্রেস বিধায়ক এদিন রাজ্যবাসির কাছে আবেদন রাখেন ইন্ডিয়া জোট প্রার্থীদের ভোট দেওয়ার জন্য। তিনি দাবি করেন অবাধ ভোট হলে নিশ্চিত জয়ী হবেন ইন্ডিয়া জোটের প্রার্থীরা।

 

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস