এম পি ডব্লিউ দ্রুত নিয়োগের দাবি বেকারদের

আগরতলা : রাজ্যের উপস্বাস্থ্য কেন্দ্র ,প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলির ৯০ শতাংশ গ্রামীণ এলাকায় রয়েছে। এই স্বাস্থ্য কেন্দ্রগুলিতে এ এম এম ও এমপি ডাব্লিউ কর্মীদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে ত্রিপুরায় প্রচুর সংখ্যক স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্যকর্মী স্বল্পতায় ভুগছে। অথচ বর্তমানে ত্রিপুরায় এক হাজারের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত বেকার বসে রয়েছে। অভিযোগ স্বাস্থ্যকর্মী স্বল্পতায় প্রভাব পড়ছে গ্রামীণ জনগণের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে । রবিবার অল ত্রিপুরা আন এমপ্লয়েড এ এন এম ও এন পি ডব্লিউ সংগঠনের তরফে সাংবাদিক সম্মেলন করে একথা জানান বেকার প্রশিক্ষণপ্রাপ্তরা। তারা জানান ২০১৭ সালে ত্রিপুরার স্বাস্থ্য দপ্তর থেকে ৭৯১ টি শুন্য পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু করা হয়েছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর এই ইন্টারভিউ গুলি বাতিল করে দেওয়া হয়। আজ পর্যন্ত আর নিয়োগ করা হয়নি। এই অবস্থায় শীঘ্রই যেন নিয়োগ করা হয় শুন্য পদগুলিতে এই দাবি জানান প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা। তারা জানান বর্তমানে প্রায় এক হাজার খালি পড়ে আছে। কিন্তু রাজ্য সরকার নিয়োগ করছেন ।এই অবস্থায় স্বাস্থ্য কেন্দ্র গুলির পরিষেবা স্বাভাবিক রাখতে দ্রুত নিয়োগ করার দাবী জানান তারা মুখ্যমন্ত্রীর কাছে।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে